ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস বলছে, ২১ বছর বয়সী অভিযুক্ত ওই সেনা মস্কোর কানতেমিরস্কভা ট্যাংক ডিভিশনের সদস্য। ২৮ ফেব্রুয়ারি উত্তর–পূর্ব ইউক্রেনের গ্রাম চুপাখিভকায় বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। অভিযোগ সম্পর্কে ওই সেনার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জাতিসংঘ মানবাধিকার সংস্থার মিশেল ব্যাশেলেট গত বৃহস্পতিবার বলেন, ইউক্রেনে হামলার সময় রুশ সেনাদের বিরুদ্ধে সম্ভাব্য অনেক যুদ্ধাপরাধের উদাহরণ থাকতে পারে।
গত ২৫ এপ্রিল আন্তর্জাতিক ফৌজদারি আদালত জানান, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করতে তাঁরা ইউক্রেন, পোল্যান্ড ও লিথুয়ানিয়ার কৌঁসুলির সঙ্গে যৌথভাবে অংশ নেবেন।
রাশিয়া এ পর্যন্ত ইউক্রেন আক্রমণকে বিশেষ অভিযান হিসেবে বর্ণনা করেছে। বলেছে, রাশিয়াকে সুরক্ষা দিতেই এ অভিযান। রুশ সেনাদের বিরুদ্ধে ওঠা নির্যাতনের অভিযোগও অস্বীকার করেছে মস্কো।