তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি রাজনৈতিক আন্দোলনের নামে পেট্রোলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেছে। নিজেদের স্বার্থে আন্দোলন করতে গিয়ে দিনের পর দিন জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল। এ কারণে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। লাল কার্ড পেয়ে তাদের অবস্থান এখন রাজনীতির মাঠের বাইরে।’

বিএনপি নেতা নজরুল ইসলাম খানের ‘প্রধানমন্ত্রীকে লাল কার্ড দেখানো হবে’ মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা সোমবার বিকালে (২৬ আগস্ট) মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এসব কথা বলেন। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নতুন কমিটির নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘নজরুল ইসলাম খানসহ বিএনপি নেতারা এ ধরনের মন্তব্য দীর্ঘদিন ধরে করে আসছেন। কিন্তু যারা লাল কার্ড পেয়ে ইতোমধ্যেই রাজনীতির মাঠের বাইরে তারা আবার কাকে লাল কার্ড দেখাবেন।’

মির্জা ফখরুল সরকারের তৎপরতা বুঝতে পারেননি

‘রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার ব্যর্থ’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ মন্তব্যের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘কিছু এনজিও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিপক্ষে কাজ করছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা এবং বিদেশি চাপ অব্যাহত রয়েছে। মির্জা ফখরুল এ বিষয়গুলো বুঝতে পারেননি।’

তিনি বলেন ‘রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত। স্থানীয় জনগণও মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছিল। কিন্তু ধীরে ধীরে স্থানীয় জনগণই সেখানে সংখ্যালঘুতে পরিণত হয়েছে। মনে রাখতে হবে, মানবিক কারণে যাদের আশ্রয় দেওয়া হয়েছে তাদের জোর করে সরিয়ে দেওয়া যায় না। রোহিঙ্গা প্রত্যাবাসনে তাদের ফেলে আসা বাসভূমের ওপর যে আস্থা ফেরানো প্রয়োজন সেজন্য মিয়ানমারকেই কাজ করতে হবে।’
তথ্যমন্ত্রী বাচসাসের নতুন কমিটিকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি উল্লেখ করেন, ১৯৫৭ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে এ দেশের চলচ্চিত্র শিল্প যাত্রা শুরু করে এবং ১৯৫৯ সালে প্রথম চলচ্চিত্র নির্মিত হয়। বর্তমান সরকারও চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
বাচসাস কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে সভাপতি ফাল্গুনি হামিদ, বাদল আহমেদ, সৈকত সালাউদ্দিন, কামরুজ্জামান বাবু, রিমন মাহফুজ, মঈন আবদুল্লাহ, রহাত সাইফুল, শফিকুল আলম মিলন, মুজাহিদ সামিউল্লাহ, শ্রাবণী হালদার, আবু সুফিয়ান রতন, লিটন এরশাদ, আবিদা নাসরিন কলি, ইব্রাহিম খলিল খোকন, অঞ্জন রহমান, রেজাউল করিম রেজা, তুষার আদিত্য, লিটন রহমান, মাহমুদ মানজুর প্রমুখ সভায় অংশ নেন।

অভিনেতা বাবরের মৃত্যুতে শোক

এদিকে সোমবার সকালে চলচ্চিত্র অভিনেতা খলিলুর রহমান বাবরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ও তথ্যসচিব আবদুল মালেক। তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Leave a Response