করোনা নেগেটিভ হয়ে হোটেলে ফিরেছেন গত রাতে। আজ সকালে অনুশীলনেও নেমেছেন। মাঠ দেখেছেন, কথা বলেছেন কোচদের সঙ্গে।
তবু সাকিব আল হাসানের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা-না খেলা নিয়ে সংশয় তো ছিলই। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সে সংশয় দূর করে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, প্রথম টেস্টে খেলবেন সাকিব।
‘অনুশীলনে সাকিব ভাইকে দেখে তো আমার কাছে ভালোই মনে হয়েছে’ – অনুশীলনে সাকিবকে দেখার পর নিজের উপলব্ধি জানিয়েছেন মুমিনুল। এরপর প্রথম টেস্টে সাকিবের খেলা-না খেলা প্রসঙ্গে টেস্ট অধিনায়কের কথা, ‘হ্যাঁ, তিনি খেলবেন।’