পুতিনকে উৎখাতে অভ্যুত্থান (ক্যু) চলছে কি না, জানতে চাইলে ইউক্রেনের এই সামরিক কর্মকর্তা দাবি করেন, ‘হ্যাঁ, তা চলছে। এটি বন্ধ করা অসম্ভব।’
বুদানভ আরও দাবি করেন, ক্রেমলিনের নেতা পুতিন ক্যানসারে আক্রান্ত। তাঁর অন্যান্য অসুস্থতাও রয়েছে।
বুদানভ বলেন, ‘পুতিন খুব খারাপ মানসিক ও শারীরিক অবস্থার মধ্যে রয়েছেন। তিনি খুবই অসুস্থ।’
তথ্যযুদ্ধের অংশ হিসেবে এসব কথা ছড়ানো হচ্ছে না বলেও দাবি করেন বুদানভ। তিনি বলেন, তিনি তাঁর দাবির ব্যাপারে নিশ্চিত।
বুদানভ আরও বলেন, তিনি যে কাজে আছেন, তাতে তিনি না জানলে এসব কথা আর কে জানবেন!
পুতিনের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে নানা জল্পনাকল্পনা আছে। এ জল্পনা দিন দিন বাড়ছে। কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি গুরুতর অসুস্থ হয়ে থাকতে পারেন।
রুশ নেতার কথিত অসুস্থতাসংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে ক্রেমলিন কখনো কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের সামরিক কর্মকর্তা বুদানভ স্কাই নিউজকে বলেন, চলমান যুদ্ধে রাশিয়া ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিমান হামলার পাশাপাশি উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে স্থল অভিযান শুরু করে রাশিয়া। পশ্চিমা অস্ত্রে সমৃদ্ধ ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে উত্তর দিক থেকে সেনা সরিয়ে পূর্ব ও দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করে রুশ বাহিনী।