![সহযোগী প্রতিষ্ঠানে থাকতে পারবেন না চেয়ারম্যানরা](https://images.prothomalo.com/prothomalo-bangla%2F2022-03%2Fc3aa1d99-8540-4dc9-af00-94fd837a6064%2Fprothomalo_bangla_2021_07_73927c87_117f_4876_87d0_b9eff7a5a1d2_bangladesh_bank_22.webp?rect=61%2C0%2C813%2C542&auto=format%2Ccompress&fmt=webp)
কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্তটির ফলে অনেক আর্থিক প্রতিষ্ঠানেরই সহযোগী প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনতে হবে। পদ ছাড়তে হবে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের উপদেষ্টাদেরও। আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এই নির্দেশনা জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যক্তি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক বা প্রতিনিধি পরিচালক বা স্বতন্ত্র পরিচালক হিসেবে ন্যূনতম এক বছর দায়িত্ব পালন করলে আর কখনোই তিনি ওই আর্থিক প্রতিষ্ঠানের নিয়মিত বা চুক্তিভিত্তিক কোনো পদে নিযুক্ত হতে পারবেন না। বর্তমানে কোনো আর্থিক প্রতিষ্ঠানে এমন কোনো নিয়োগ দেওয়া থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জুলাইয়ের মধ্যে পদত্যাগ করতে হবে।