রাজ আরও বলেন, ‘এই আনন্দের মধে৵ আমরা আরেকটি আনন্দ নিয়ে মেতে আছি। ৩ জুন মুক্তি পাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত নতুন ছবি “হাবজি-গাবজি”।
সেই ছবির প্রচার নিয়ে আমরা মেতে আছি এখন। অনেক দিন পরে আমার ছবি মুক্তি পাচ্ছে। তাই নতুন এক উত্তেজনার মধ্যে আছি। এ ছবিতে আরও অভিনয় করেছেন স্যমন্তক দ্যুতিও। এ ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে এই প্রজন্মের বড় সমস্যা মুঠোফোনে আসক্তি। আর ওই আসক্তি নিয়ে ছবির কাহিনি আবর্তিত হয়েছে। মুঠোফোনের কুফলচিত্রও ফুটে উঠেছে বিভিন্ন ঘটনায়।’
রাজ বলেন, ‘নেট মাধ্যম যা–ই বলুক না কেন, আমরা তাতে সায় দিচ্ছি না। আমাদের দাম্পত্য জীবনে নেট মাধ্যমের কোনো জায়গা নেই। যে যার মতো লিখছে, আমরা তা পড়েও দেখি না। আমরা আমাদের মতো করে ছেলে ইউভানকে নিয়ে সুখের সংসার করছি। ফলে আমাদের জীবনে আবেগ আছে , টান আছে, ভালোবাসা অছে। তারপরেও কি আমাদের মান–অভিমান আমাদের মন ভাঙতে পারে? তাই তো বলি আমাদের এই ভালোবাসার সম্পর্ক আরও ৪০ বছর টিকে থাকবে। আমি ও শুভশ্রী আরও ৪০ বছর একসঙ্গে থাকব। কেউ আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।’