পিরিয়ডের সময় স্যানিটারি প্যাড কেনার সামর্থ্য নেই অধিকাংশ সুবিধাবঞ্চিত নারীর। তাই তারা বাধ্য হয়ে অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করেন যার ফলে দেখা দিচ্ছে ক্যানসারসহ নানা জটিল রোগ। সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে নাম মাত্র দামে স্যানিটারি প্যাড বিতরণের উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের ঢাকা শাখার প্রধান সালমান বলেন, দুই বছর ধরে কম খরচে স্যানিটারি প্যাড বানানোর চেষ্টা করে যাচ্ছেন তারা। বর্তমানে চীন থেকে আনা কাঁচামাল দিয়ে তাদের নিজস্ব বাসন্তী গার্মেন্টসে প্যাড উৎপাদন করছেন তারা। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভলান্টিয়ারদের উদ্যোগে দিনে অন্তত এক হাজার প্যাড উৎপাদন করছেন তারা। ছয়টি প্যাডের প্রতিটি প্যাকেট তারা পাঁচ টাকায় বিতরণ করবেন।
সালমান বলেন, সচেতনতা তৈরি করতে শুরুতে তিন লাখ প্যাড বিনামূল্যে বিতরণ করবেন বিভিন্ন স্কুলগুলোতে। ইতোমধ্যে কক্সবাজারে ফাউন্ডেশনের নিজস্ব এতিমখানার কিশোরীরা এই প্যাড ব্যবহার করছেন।
প্যাড বিতরণ প্রসঙ্গে সালমান বলেন, ইতোমধ্যেই তারা সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে ১ টাকায় আহার, ১ টাকায় চিকিৎসা ও গর্ভবতী নারীদের জন্য ১ গ্লাস দুধ কার্যক্রম চালাচ্ছেন। এসব কাজের মধ্যেই ৫ টাকায় স্যানিটারি প্যাড কার্যক্রম চালাবেন। ভবিষ্যতে বস্তিগুলোতে স্যানিটারি প্যাডের ভেন্ডিং ম্যাশিন বসানোর ইচ্ছার কথা জানালেন। বস্তিগুলোতে মেয়েরা ৫ টাকার বিনিময়ে নিজেরাই ভেন্ডিং ম্যাশিন থেকে প্যাড সংগ্রহ করবেন।