সেই প্রাচীনকাল থেকে আজকের আধুনিক নারীর সাজের প্রিয় ‍উপকরণ কাজল। কাজল কালো চোখে শুধু সৌন্দয্যই নয় ভালোবাসার আবেদনও বাড়িয়ে দেয় অনেকখানি।  

প্রিয় সেই কাজল আগের দিনে নারীরা ঘরেই তৈরি করতেন। সেই কাজল ব্যবহারে চোখ পেত শীতল অনুভুতি। চাইলে এখনো আমরা ঘরেই সেই কাজল তৈরি করে নিতে পারি। জেনে নিন পদ্ধতি:  

কাজল বানাতে প্রয়োজন


 কাজল বানাতে প্রয়োজন হবে

•    একটি প্রদীপ
•    দু’টি ছোট স্টিলের বাটি ও একটি স্টিলের প্লেট
•    কয়েকটি আমন্ড বাদাম
•    কয়েক ফোঁটা আমন্ড তেল 
•    কাজল রাখার জন্য ছোট্ট কাঁসা, পিতল বা রূপার কাজলদানী
•    ঘি। 

যেভাবে তৈরি করবেন: 

•    প্রদীপটা ঘি দিয়ে জ্বালিয়ে নিন

•    প্রদীপের দু’পাশে দুটি স্টিলের বাটি রাখুন, তার ওপর প্লেটটা বসিয়ে দিন

•    এমনভাবে প্লেটটি বসাতে হবে যেন তার নিচে প্রদীপের শিখাটি স্পর্শ করে

•    যেখানে শিখা স্পর্শ করছে, ঠিক তার ওপরে একটি আমন্ড রাখুন

•    বাদামের প্রতিটি পিঠ দেড়-দুই মিনিট প্রদীপের তাপ দিন, তাতে বাদাম পুড়ে ছাই হয়ে যাবে

•    সব বাদাম এইভাবে পুড়িয়ে ছাই বানিয়ে নিন

•    তারপর তা পাত্রে সংগ্রহ করে নিয়ে কয়েক ফোঁটা আমন্ড তেল মিশিয়ে নিলেই তৈরি আপনার কাজল

•    পরার সময় আপনার পুরোনো কাজল পেনসিলের ডগার সাহায্য নিন
•    এই কাজলের রং অনেক গাঢ় হবে।

Leave a Response