নিজস্ব প্রতিবেদক: এখন থেকে রুচিশীল নান্দনিক পোশাকের ব্রান্ড স্পাইডারের প্রোডাকশনে সর্বশেষ প্রযুক্তির চীন ও তাইওয়ানের ফেব্রিকস আসবে।

সম্প্রতি ঢাকায় চীন ও তাইওয়ানের ব্যবসায়ীদের সাথে সমঝোতা বৈঠকও করেছে স্পাইডারের কর্নধাররা। দেশের বাজারের জন্য মানসম্পন্ন পোশাক বানাতেই এ উদ্যোগ নিয়েছে স্টাইল মিউজিয়াম লিমিটেড। তৈরী পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানটি তাদের ‘স্পাইডার’ ব্রান্ডটিকে নিয়ে যেতে চায় অনন্য উচ্চতায়। দেশীয় বাজারে গ্রাহকদের হাতে স্বল্প দামে মানসম্মত পোশাক তুলে দেয়ার লক্ষেই স্পাইডার এগিয়ে যাচ্ছে। স্টাইল মিউজিয়ামের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান জানান- স্পাইডারের ক্যাজুয়াল শার্ট আর টিশার্ট এরইমধ্যে তরুনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। স্পাইডারের চেয়ারম্যান জয়ন্ত রয় বলেন- নিজস্ব এক্সপোর্ট কোয়ালিটি ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে বলেই, আমাদের পণ্যের শতভাগ মান ধরে রাখা সম্ভব হচ্ছে। স্টাইল মিউজিয়াম লিমিটেড প্রায় অর্ধযুগ ধরে বিভিন্ন দেশে বাংলাদেশে তৈরি পোশাক রফতানি করে আসছে।

Leave a Response