হলিউড তারকা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রিটা উইলসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাঁরা অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সেখান থেকেই টুইটার ও ইনস্টাগ্রামে দেওয়া পোস্টের মাধ্যমে এই তথ্য জানান দুবার অস্কারজয়ী এই হলিউড তারকা।
৬৩ বছর বয়সী টম হ্যাঙ্কস ইনস্টাগ্রামে জানান, তিনি ও তাঁর স্ত্রী রিটা এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তাঁদের দুজনেরই একটু ক্লান্ত লাগছিল। ঠান্ডা লেগেছিল। শরীরে ব্যথাও ছিল। মাঝেমধ্যে রিটার শরীর ঠান্ডা হয়ে যেত। আবার কিছুক্ষণ পর চলেও যেত। এ রকম অবস্থায় বিশ্বের অন্য কেউ হলে যা করতেন, তিনিও তাই করেছেন। শরীরে করোনাভাইরাস আছে কি না, তা পরীক্ষা করিয়েছেন।
টম হ্যাঙ্কস লিখেছেন, ‘পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, আমরা উভয়েই করোনায় আক্রান্ত। প্রশ্ন হলো, এখন কী হবে? ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে। আমাদের পরীক্ষা ও পর্যবেক্ষণের মধ্যে রাখা হবে। একই সঙ্গে বাকি পৃথিবীর সুরক্ষার জন্য সবার থেকে বিচ্ছিন্ন রাখা (আইসোলেশন) হবে। প্রথম দিনে এর চেয়ে আর বেশি কী বলব? আমাদের হালনাগাদ তথ্য জানাতে থাকব।’
টম হ্যাঙ্কস নিজেই তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন। ছবি: ইনস্টাগ্রামটম
হ্যাঙ্কসের এই পোস্টের মন্তব্যের ঘরে বিশ্বের নানা তারকা ও ভক্তরা উদ্বেগ
প্রকাশ করে তাঁদের সুস্থতা কামনা করেছেন। মাত্র তিন ঘণ্টায় পড়েছে এক লাখ
মন্তব্য।
মার্কিন রক সংগীতশিল্পী ও অভিনেতা এলভিস প্রিসলির বায়োপিকের শুটিংয়ে টম হ্যাঙ্কস অস্ট্রেলিয়ায় যান।
‘ব্যাচেলর
পার্টি’, ‘বিগ’, ‘ফরেস্ট গাম্প’, ‘ফিলাডেলফিয়া’, ‘দ্য গ্রিন মাইল’, ‘কাস্ট
অ্যাওয়ে’, ‘অ্যাপোলো থার্টিন’, ‘সেভিং প্রাইভেট রায়ান’, ‘ক্যাচ মি ইফ ইউ
ক্যান’, ‘দ্য পোস্ট’, ‘দ্য টার্মিনাল’, ‘বন্ড অব ব্রাদার্স’ প্রভৃতি
চলচ্চিত্রের মধ্য দিয়ে টম হ্যাঙ্কস নিজেকে বড় পর্দার তারকাদের আকাশে নিজেকে
ধ্রুবতারা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের
তথ্য অনুসারে, অস্ট্রেলিয়ায় অন্তত ১২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে
যুক্তরাষ্ট্রে আক্রান্ত মানুষের সংখ্যা হাজার ছাড়িয়েছে।মার্কিন রক সংগীতশিল্পী-অভিনেতা এলভিস প্রিসলির বায়োপিকের শুটিংয়ে টম অস্ট্রেলিয়ায় যান। সঙ্গে যান স্ত্রী। ছবি: ইনস্টাগ্রাম
করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে ইতিমধ্যে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচওর প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।ছবিটি পোস্ট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন টম। ছবি: ইনস্টাগ্রাম