প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে ফেসবুক বা টুইটারে কোনো ব্যক্তিগত বা অফিশিয়াল আইডি নেই। এ ছাড়া বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন ওয়াজেদ পুতুলেরও কোনো অফিশিয়াল বা ব্যক্তিগত আইডি নেই।
আজ শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, (www.facebook.com/sajeeb.a.wazed) ও একটি ভেরিফাইড টুইটার আইডি (www.twitter.com/sajeebwazed) এবং বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকের একটি ফেসবুক আইডি (www.facebook.com/radwan.siddiq) চালু আছে। সজীব ওয়াজেদ জয় ও রাদওয়ান মুজিব সিদ্দিক নিজেরাই সেগুলো পরিচালনা করে থাকেন।
এ ছাড়া বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন ওয়াজেদের নামে যেসব আইডি বা পেজ আছে তাতে তাঁদের কোনো অনুমোদন নেই।