বেসিক ব্যাংকের ১ কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির চাকরিচ্যুত এক উপমহাব্যবস্থাপকসহ (ডিজিএম) তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলাটি করেন সহকারী পরিচালক মাহবুবুল আলম।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় আসামি করা হয়েছে বেসিক ব্যাংকের গুলশান শাখার সাবেক ডিজিএম এস আসিফ আহমেদ, ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স কম-এক্সিমের স্বত্বাধিকারী মীর মো. মনজুরুল ইসলাম এবং তাঁর বাবা ঋণ গ্রহীতার প্রতিনিধি মীর মো. বোরহান।
মামলার এজাহারে বলা হয়, মনজুরুলের নামে ঋণ মঞ্জুরির পর বন্ধকি দলিল সম্পাদন ও রেজিস্ট্রি না করেই ২০০৮ সালের ৪ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত বেসিক ব্যাংকের গুলশান শাখা থেকে ১ কোটি ১৩ লাখ ৮৩ হাজার ৫১১ টাকা তুলে নিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন।