পিরোজপুরে প্লট বরাদ্দ দিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়। এ জন্য বরিশালের স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত আবেদনপত্রে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীন পিরোজপুর জেলা শহরে আবাসিক প্লট বরাদ্দের নিমিত্তে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীর বয়স ২৫ বছর হতে হবে।’

মোট ১৬৮টি প্লট বরাদ্দ দেয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্লটের পরিমাণ ও জামানতের টাকার বিবরণ নিচে দেয়া হলো-

ক্রমিক নং       প্লটের আয়তন(কম/বেশি)     কাঠাপ্রতি মূল্য (কম/বেশি)     প্লটের সংখ্যা    জামানতের টাকা (ফেরতযোগ্য)
০১                  ৭.৫০ কাঠা                           ৪,০০,০০০/-                        ০১টি                ১,৫০,০০০/-
০২                  ৭.০০ কাঠা                           ৪,০০,০০০/-                        ০২টি               ১,৫০,০০০/-
০৩                 ৫.০০ কাঠা                           ৪,০০,০০০/-                        ০৩টি              ১,৫০,০০০/-
০৪                  ৪.০০ কাঠা                           ৪,০০,০০০/-                        ২৩টি              ১,৫০,০০০/-
০৫                 ৩.৭৯ কাঠা                           ৪,০০,০০০/-                         ০১টি              ১,০০,০০০/-
০৬                ৩.৫০ কাঠা                           ৪,০০,০০০/-                         ০৪টি              ১,০০,০০০/-
০৭                 ৩.৪০ কাঠা                           ৪,০০,০০০/-                         ০২টি               ১,০০,০০০/-
০৮                ৩.০০ কাঠা                          ৪,০০,০০০/-                       ১৩২টি               ১,০০,০০০/-

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামানতের টাকা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের অনুকূলে যে কোনো তফসিলভুক্ত/বাণিজ্যিক ব্যাংক থেকে ব্যাংকড্রাফট বা পে-অর্ডার (খুলনা থেকে কালেকশনযোগ্য) আবেদনপত্রের সঙ্গে সংযুক্তি করতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

প্লট বরাদ্দ সংক্রান্ত সব তথ্য কর্তৃপক্ষের ওয়েবসাইটে www.nha.gov.bd তে পাওয়া যাবে।

Leave a Response