সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে আজকের ম্যাচে দুর্দান্ত শুরুর আশা নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। একদিকে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। অন্যদিকে নবাগত পাকিস্তান দল।থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে হতাশ হতে হয়নি মারিয়া মান্ডা-শামসুন্নাহারদের। পাকিস্তানকে ১৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের শিরোপা ধরে রাখার অভিযান। প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।

ব্যবধান অবশ্য আরও অনেক বাড়তে পারত। ম্যাচের ৬০ মিনিটের মধ্যেই যে ১২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু বারবার দূর পাল্লার শটে গোল করার চেষ্টা করতে গিয়ে কিংবা তাড়াহুড়ায় অনেক গোলের সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। শামসুন্নাহার জুনিয়র ৪ গোল করেছেন। তহুরা, সাজেদা, আনাই করেছেন ২টি করে গোল। আর একটি করে গোল করেছেন মনিকা, শামসুন্নাহার, মারিয়া ও আখি। ম্যাচে মোট ৫৮ শট নিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান একটি শটও নিতে পারেনি।

Leave a Response