শিরোপার জন্য লিভারপুল যে নতুন করে স্বপ্ন দেখছে। সেটার মূল ‘কারিগর’ তো ম্যানচেস্টার সিটি। আগের ম্যাচে তারা পয়েন্ট হারানোয় লিভারপুল গতকালকের ম্যাচ জিতে পয়েন্ট ব্যবধানটা নিয়ে গেছে ১-এ। এখন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিষ্পত্তি হবে শেষ রাউন্ডে।
৩৭ ম্যাচে ম্যান সিটির পয়েন্ট এখন ৯০। সমান ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৮৯। অবশ্য পয়েন্টের ব্যবধান এক হওয়ায় লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ খুব বেশি আশা দেখছেনও না। কারণ শেষ ম্যাচে লিভারপুলের শুধু জিতলেই হবে না। প্রার্থনায় থাকতে হবে সিটির হারের! তাই শিরোপা সম্ভাবনায় নিজেদের এগিয়ে রাখতে পারছেন না ক্লপ, ‘অবশ্যই এমনটা হয়তো হবে না। কারণ সিটি অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ ম্যাচটা খেলবে ঘরের মাঠে। তার আগে বৃহস্পতিবার ভিলা খেলবে বার্নলির বিপক্ষে। এই ম্যাচটা ভিলার জন্য কঠিন হবে এই জন্য যে অবনমন শঙ্কায় রয়েছে বার্নলি। তারা অস্তিত্ব রক্ষার জন্য খেলবে।’