ঐতিহ্য ধরে রেখেছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগ জয়ীল হাতেই মূলতঃ তারা তুলে দেন বছরের সেরা ফুটবলারের পুরস্কার। এবার তার ব্যতিক্রম হলো না।
এমনকি সেই নিয়মের ব্যত্যয় ঘটেনি বলে, বার্সেলোনা তারকা লিওনেল মেসি এবং জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভিরগিল ফন ডিককেই নির্বাচিত করা হলো উয়েফা বর্ষসেরা ফুটবলার হিসেবে।
ফ্রান্সের মোনাকোয় আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠান এবং বর্ষসেরা ফুটবলার পুরস্কারের ঝমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হলো সেরা ফুটবলার হিসেবে ভিরগিল ফন ডিকের নাম।