আজ রাত দুইটায় লেভান্তের বিপক্ষে লিগের ম্যাচ খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ম্যাচ নিয়েই কথা হবে, এটাই স্বাভাবিক। ম্যাচ জিতলে লিগ টেবিলের চতুর্থ স্থান থেকে আরও ওপরে উঠে যাবে রিয়াল, পয়েন্টের লড়াইয়ে হয়ে যাবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সমানে-সমান। কিন্তু দলটা যেখানে রিয়াল মাদ্রিদ, আর সময়টা যেখানে দলবদলের, শুধু ম্যাচ নিয়ে কথা বলে সাংবাদিকেরা সন্তুষ্ট থাকেন কি করে!
এবারের দলবদলের অন্যতম বড় গুঞ্জনের জন্ম দিচ্ছেন পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পে কি পিএসজিতে থাকবেন? না পাড়ি জমাবেন রিয়ালে? এমবাপ্পের সম্ভাব্য রিয়াল-যাত্রা নিয়ে গত এক-দেড় বছর ধরে অনেক কিছুই লেখা হয়েছে, বলা হয়েছে। রিয়াল ও এমবাপ্পে — উভয় পক্ষই যে একে অন্যকে পছন্দ করে, এটা কারওরই অজানা নয়। এত কিছুর পরেও এই একটা নির্দিষ্ট দলবদল এখনো আলোর মুখ দেখেনি। কখনো কি দেখবে? রিয়ালের কোচ কার্লো আনচেলত্তির সাম্প্রতিক মন্তব্যে তেমনটা মনে হচ্ছে না কিন্তু!
আনচেলত্তির মতে দলের খেলোয়াড়েরা দলে নতুন কি আসলেন না আসলেন, এটা নিয়ে মাথাই ঘামাচ্ছেন না, ‘ড্রেসিংরুমের পরিবেশ অসাধারণ, কারণ খেলোয়াড়েরা বেশ মনোযোগী। তাঁরা সবাই জানে তাঁদের কি করতে হবে না হবে। দলবদলের বাজারে কী হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে তাঁরা মাথা ঘামাচ্ছে না।’
যে খেলোয়াড় এখনো ক্লাবে আসেননি, তাঁকে নিয়ে কোনো বাড়তি কথা বলতে রাজি নন আনচেলত্তি, ‘ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে আমার প্রায় প্রতিদিনই কথা হয়। ভবিষ্যৎ নিয়ে ক্লাবেরও যা পরিকল্পনা, আমারও তাই। তবে আমার মনে হয় না (লেভান্তের বিপক্ষে ম্যাচের আগে) এখন এসব নিয়ে কথা বলার সময়।’বিজ্ঞাপন
রোনালদো ক্লাব ছেড়েছেন বহু আগে। এবার দল ছেড়েছেন সের্হিও রামোসও। অনেকের চোখে, রিয়াল মাদ্রিদ এখন তারকাহীন। একের পর এক গ্যালাকটিকোস গড়ে যে রিয়াল চোখ কপালে তুলে দিত সবার, সে রিয়ালই যেন এখন ভাঙা হাট।
আনচেলত্তি অবশ্য এই কথার সঙ্গে একমত নন। তাঁর চোখে, রিয়ালের প্রত্যেকেই একেকজন তারকা, ‘আমার হাতে দুর্দান্ত এক স্কোয়াড আছে, যারা নিয়মিত অনুশীলন করতে চায় নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে। আমার হাতে যে দল আছে, আমি শুধু সে দল নিয়েই চিন্তা করতে চাই। আমার এই দলটা যে কারওর সঙ্গে টেক্কা দিতে পারবে। আমার দলে অসাধারণ অনেক খেলোয়াড় আছে। কর্তোয়া, বেনজেমা, কারভাহাল, বেল, হ্যাজার্ড… আমি হয়তো বলতে বলতে কারওর নাম ভুলে যাব। এই দল তারায় তারায় পরিপূর্ণ।’
কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, রোনালদোর রিয়াল মাদ্রিদে ফিরে আসা নিয়ে। সংবাদমাধ্যম এল চিরিঙ্গিতোর সাংবাদিক এদু আগিরে জানিয়েছিলেন, পুরোনো শিষ্য রোনালদোকে দলে ফেরাতে ব্যাকুল আনচেলত্তি। যে দাবি প্রত্যাখ্যান করেছেন আনচেলত্তি-রোনালদো দুজনই।
সংবাদ সম্মেলনেও আনচেলত্তি ওই কথাই বললেন, ‘এ ব্যাপার নিয়ে আগেই কথা হয়েছে। এটা নিয়ে আর কথা বলার কিছু নেই। সেদিন গুঞ্জনের জবাব দেওয়ার পর আমি শুধু এটাই বলতে চাই, এসব বিষয় নিয়ে ক্লাব যা ভাবছে, আমিও তাই ভাবছি। এটার পরেও বলতে চাই, সবাই জানে আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে কতটা ভালোবাসি।’