আন্তর্জাতিক ডেস্ক :হংকংয়ের গণতন্ত্রপন্থি তরুণ নেতা জশুয়া ওংকে আটক করেছে পুলিশ। জশুয়ার রাজনৈতিক দল ডেমোসিস্টো’র এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (৩০ আগস্ট) হংকংয়ের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে (বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৫টা) ট্রেন স্টেশনের দিকে যাচ্ছিলেন জশুয়া। এসময় একটি মিনিভ্যান এসে জশুয়াকে ‘জোরপূর্বক’ তুলে নিয়ে যায়। তাকে ওয়ান চাইয়ে পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে বলে ডেমোসিস্টো অভিযোগ করে।

ডেমোসিস্টোর পক্ষ থেকে আরও বলা হয়েছে, জশুয়ার বিপক্ষে তিনটি অভিযোগ রয়েছে। তবে অভিযোগগুলো কী, তা বলেনি দলটি। এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

Leave a Response