পাঁচ সপ্তাহের জন্য পার্লামেন্ট অধিবেশন মুলতবি করতে সায় দিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ।
আগামী ৩১ অক্টোবর ব্রেক্সিট বিল বাস্তবায়ন করতে পার্লামেন্টের অধিবেশন বাতিলের অনুমতি চেয়ে আবেদন করেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন মুলতবি রাখার কথা বলছে তার নেতৃত্বাধীন সরকার। বিরোধীরা বলছেন, এর মধ্য দিয়ে কনজারভেটিভ সরকার চুক্তিবিহীন ব্রেক্সিটের পথে হাঁটছে। তাদের মতে, এতোদিন পার্লামেন্ট মুলতবি থাকলে ঘোষিত তারিখ ৩১ অক্টোবরের আগে নতুন আইন প্রণয়ন কঠিন হয়ে পড়বে। তবে প্রধানমন্ত্রী জনসন এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেছেন, ব্রেক্সিট নিয়ে বিতর্ক শেষে আইন প্রণয়নের জন্য পর্যাপ্ত সময় পাবেন তারা। পার্লামেন্ট বাতিলের সিদ্ধান্তের পর আগামী ১৪ অক্টোবর জাতীর উদ্দেশ্য ভাসন দেবেন রানী দ্বিতীয় এলিজাবেথ।


