আগামী নির্বাচনের পর কানাডার সবচেয়ে ভালো প্রধানমন্ত্রী কে হবেন- এই প্রশ্নে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর কনজারবেটিভ পার্টির নেতা এন্ড্রু শিয়ারকে সমান সমান মনে করছেন কানাডীয়ানরা।

তবে এনডিপির জাগমিত সিংকে কোনোভাবেই বিবেচনায় নিচ্ছেন না তারা। বরং অপেক্ষাকৃত ছোটো পার্টি গ্রীন পার্টির নেতা এলিজাবেথ মেকে তৃতীয়স্থানে রেখেছেন তারা।

পুরো কানাডায় টেরিফোনে ১৭৩৩ জন ভোটারের উপর জরীপ চালিয়ে এই তথ্য পেয়েছে ফোরাম রিসার্চ।

ফোরাম রিসার্চের জরিপে জাস্টিন ট্রুডো এবং এন্ড্রু শিয়ারের পক্ষে ভোট পড়েছে ২৮ শতাংশ। গ্রীন পার্টির এলিজাবেথ মে’র পক্ষে ভোট পড়েছে ১৪  শতাংশ। অপরদিকে এনডিপির জাগমিত সিং এর পক্ষে ভোট পড়েছে মাত্র ৭ শতাংশ।

জরীপে যখন প্রশ্ন করা হয়- অক্টোবরের নির্বাচনে কে বিজয়ী হবে?- ৩৮ শতাংশ কনজারভেটিভ পার্টির বিজয়ের সম্ভাবনার কথা বলেছে। লিবারেল পার্টির বিজয়ের সম্ভাবনা দেখছে ৩২ শতাংশ ভোটার।

ভোটারদের মতামত বিশ্লেষন করে ফোরাম রিসার্চ জানিয়েছে, ম্যানিটোবা, আলবার্টা, সাসকাচুয়ান, প্রেইরি এলাকায় কনজারভেটিভ পার্টির একচ্ছত্র আধিপত্য রয়েছে। অপরদিকে আটলান্টিক কানাডা, কুইবেক এবং অন্টারিওতে লিবারেল পার্টির সম্ভাবনা দেখছে ফোরাম রিসার্চ।

Leave a Response