নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ বাজারে এক কাপড়ের ব্যবসায়ীকে চাঁদা না দেওয়াতে হত্যা করেছে দূবৃত্তরা। নিহত ব্যাক্তির কামিল আহমদ(২৮)। তিনি সাদিমাপুর এলাকার ফয়সল আহমেদের ছেলে। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় দুবাগ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার চাঁদা চাইতে আসা ছাত্রলীগ কর্মীদের সাথে কামিলের কথাবার্তা পরে সেটি বাকবিতন্ডায় রুপ নেয়। বাকবিতন্ডার এক পর্যায়ে কামিল চাদা না দেওয়াতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ কর্মী সৌমিক প্রথম লাঠি দিয়ে আঘাত কামিলকে। এরপর কামিল লাঠি ধরতে গেলে সামাদ, রেজা,ও কাশিম ছাড়াও অন্য ছাত্রলীঘ কর্মীরা সবাই মিলে দা দিয়ে কোপ দিলে এক পর্যায়ে কামিল মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার পরপরই দুবৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত কামিলকে নিয়ে স্থানীয় হাসপাতালে গেলে কর্তব্যরগ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। চিকিৎসকরা জানায় অতিরিক্ত রক্ত ক্ষরনের জন্য কামিল নিহত হয়।
এঘটনায় বিয়ানী বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের হলেও হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনী পুলিশ। বিয়ানীবাজার এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে।