দোয়ারাবাজার প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দোয়ারাবাজারে আন্তঃউপজেলা ফুটবল টূর্ণামেন্ট খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দোয়ারাবাজার ফুটবল একাদশ এর আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় খেলা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী বাবুল মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইউপি সদস্য মনির উদ্দিন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভির আরাফী চৌধুরী বাবু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, উপজেলা আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম আছকির মিয়া,পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, দোহালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মুক্তিযোদ্ধা উস্তার আলী,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল মিয়া, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লালা মিয়া, টেবলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলি রানী দে, সুপ্রভা রানী দাস, সেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া,সাবোক ইউপি সদস্য মুস্তফা মিয়া, সাবেক ইউপি সদস্য তাজুল ইসলাম, ইউপি সদস্য মো.আব্দুল গফফার, খেলা পরিচালনা কমিটির সহ সভাপতি সিরাজ উদ্দিন,মো.হেলাল মিয়া,মো.সোহেল আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পা রায়, ভানু সুত্রধর, সদস্য জসিম উদ্দিন, সুমন পাশা,ফিরুজ আহমদ, ছদরুল ইসলাম, হরিধন দাস,চিত্ত রঞ্জন দাস, সন্ধীপ সরকার তুষার, মিলন আহমদ প্রমুখ। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় দোয়ারাবাজার ফুটবল একাদশ ও মুহিনি ফুটবল একাডেমির মধ্যে। দোয়ারাবাজার ফুটবল একাদশ ১-০ গোলে মুহিনি ফুটবল একাডেমিকে পরাজিত করে, দোয়ারাবাজার ফুটবল একাদশ বীজয়ী হয়।

Leave a Response