দোয়ারাবাজার প্রতিনিধি:: দোয়ারাবাজার উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সদরের মা জননী কমিউনিটি সেন্টারে উপজেলা আ’লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীকের সভাপতিত্বে ও শফিকুল ইসলাম বাবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আবদুল খালেক, আমীরুল হক, সুরমা ইউপি চেয়ারম্যান এম এ হালিম বীরপ্রতীক, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহিদ, দোহালিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, কয়ছর আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, বীরমুক্তিযোদ্ধা ফতেফুল ইসলাম, উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য বরুণ চন্দ্র দাস, আলী আকবর প্রমুখ। এসময় আ’লীগের উপজেলা, ইউনিয়ন এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি’র বক্তব্য সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, আ’লীগের কমিটিতে প্রকৃত আ’লীগাররাই স্থান পাবে।