ভারতের রাজধানী নয়া দিল্লিতে আগামী ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তিস্তাসহ গুরত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে।
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্রসচিব বলেন, দ্বিপাক্ষিক ইস্যুর সবগুলো নিয়েই আলোচনা হবে, তিস্তার পানির বিষয়ে কথা হবে। এছাড়া জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিয়েও আলোচনা হবে।
মাসুদ বিন মোমেন বলেন, দুই দেশের মধ্যে এখন প্রচুর প্রজেক্টও রয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়ে আলাপ হবে। পুরো দ্বিপাক্ষিক বিষয়ে নিয়ে আলাপ করার সুযোগ হবে না। তারপরও যত গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে সেগুলো নিয়ে আলাপ হবে।
৯-১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আয়োজক রাষ্ট্র ভারতের বিশেষ আমন্ত্রণে অতিথি হিসেবে যোগ দিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) নয়া দিল্লির যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।