লা লিগায় জিরোনাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সাকে টপকে টেবিলের শীর্ষস্থানে উঠে গেলো মাদ্রিদিস্তানরা।
শনিবার মন্তিলিভি স্টেডিয়ামে, খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে রিয়াল। কাউন্টার অ্যাটাকে গিয়ে রিয়ালের রক্ষণ কাঁপায় জিরোনা। অবশ্য ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় লস ব্ল্যাঙ্কোস। জুডে বেলিংহামের দারুণ পাসে ফার পোস্টে লক্ষ্যভেদ করেন জোসেলু।
চার মিনিট পরেই ব্যবধান বাড়ায় স্প্যানিশ জায়ান্টরা। টনি ক্রুসের কর্নারে লাফিয়ে উঠে হেডে জাল খুঁজে নেন অরিলিয়ে চুয়েমানি।
ম্যাচের ৭১ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলে রিয়াল। মাদ্রিদ ডার্বির হারের ক্ষত কাটিয়ে লিগে টানা দুই জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ।
আট ম্যাচের মধ্যে সাতটিতে জিতে রিয়ালের পয়েন্ট এখন ২১। ফলে শীর্ষস্থান এখন রিয়ালের দখলে।