দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে
কামাল পারভেজ
“হৃদয়ে পিতৃভুমি”প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগন্জের দোয়ারাবাজারে, কেক কেটে ও আলোচনা সভার মাধমে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদজাপন করেছে উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দোয়ারাবাজার উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সহ সভাপতি কয়ছর আহমেদ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দোয়ারাবাজার উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ জাতীর জনকের আদর্শের পরীক্ষীত সৈনিক। আপনাদের নেতৃত্বও আদর্শিক কর্মের মাধ্যমে অপ্রতিরুদ্ধ গতীতে এগিয়ে যাওয়া বাংলাদেশের উন্নয়নের অংশিদার হয়ে বেচে থাকবেন আজীবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এস এম আব্দুল হাই পীর, ছাতক পৌরসভার সাবেক মেয়র ও ছাতক উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল ওয়াহিদ মজনু। আরো উপস্থিত ছিলেন সংগঠনের আব্দুল হামিদ,ছালিক মিয়া প্রমুখ।