আন্দোলন ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করার কোনও পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলন করতে হবে, স্লোগান দিতে হবে। এভাবে আন্দোলন ছাড়া তাকে মুক্ত করার কোনও পথ নেই।’
২১ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘পাকিস্তান আমলে শেখ মুজিবকে বের করতে স্লোগান দেওয়া হতো, জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো। তেমনি বর্তমানে স্লোগান দিতে হবে, জেলের তালা ভাঙবো খালেদা জিয়াকে আনবো।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘খালেদা জিয়া যদি এখন জেলের বাইরে থাকতেন তাহলে তিনি কৃষক, শ্রমিক, ছাত্র ও ডেঙ্গু রোগীদের পাশে দাঁড়াতেন।’
জিয়া পরিবারকে ধ্বংস করতেই খালেদা জিয়াকে জেলে আটকে রাখা হয়েছে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে জেলে আটকে রাখা হয়েছে। তার ছোট ছেলেকে নির্যাতন করায় তিনি বিদেশে মৃত্যুবরণ করেছেন। তার বড় ছেলে তারেক রহমানকে নির্বাসনে থাকতে বাধ্য করেছে এবং তাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না।’
মানববন্ধনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ উপস্থিত ছিলেন।