প্রতিষ্ঠানের কর্মীদের কাছে পাঠানো অভ্যন্তরীণ বার্তায় হুয়াওয়েকে ‘জীবনমরণের মাঝামাঝি’ বলেছেন রেন ঝেংফেই। কর্মীদের কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন, নতুন নতুন প্রকল্প খুঁজে বের করতে বলেছেন তিনি। আর যারা তাতে ব্যর্থ হবে, প্রতি তিন মাসে তাদের বেতন কাটা যাবে। শেষমেশ চাকরিও খোয়াতে হতে পারে বলে ১৯ আগস্ট লিখেছেন এই চীনা ধনকুবের।
হুয়াওয়ে টেকনোলজিসের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেন ঝেংফেই বলেছেন, ‘তারা হয় নতুন প্রকল্পের খোঁজে কমান্ডো বাহিনী গঠন করুক, আর না হয় স্থানীয় বাজারে কাজ খুঁজে নিক। ব্যর্থ হলে বেতন কাটা হবে, নয়তো চাকরিই চলে যাবে।’ ব্লুমবার্গ