গায়িকা নুসরাত ফারিয়া আগেই ঘোষণা দিয়েছিলেন, প্রথম গাওয়া গান থেকে আয়ের একটা অংশ ব্যয় করবেন শিক্ষার্থীদের পেছনে। কথামতোই কাজ। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালের রাইমনি গ্রামের লে জে. এম হারুনুর রশীদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে আয়ের একটা অংশ তুলে দেন।
সন্ধ্যায় নুসরাত ফারিয়ার অর্থদানের বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ওমর ফারুক সবুজ।
সহকারী প্রধান শিক্ষক ওমর ফারুক জানান, আজ দুপুরে তাঁদের স্কুলে আসেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এ সময় স্কুলের প্রতিষ্ঠাতা লে জে. এম হারুনুর রশীদ, তাঁর স্ত্রী লায়লা রশীদ ও ছেলে রিয়াদ রশীদ অর্থ প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফারিয়া দুই লাখ টাকা স্কুলের প্রধান শিক্ষক গোলাম হামদানির হাতে তুলে দেন।
‘আশিকী’ ছবি দিয়ে নায়িকা হিসেবে আলোচনায় আসা নুসরাত ফারিয়ার গায়িকা হিসেবে অভিষেক হয় এ বছরের ২৬ এপ্রিল। এদিকে প্রকাশিত হয় তাঁর গাওয়া প্রথম গান ‘পটাকা’র ভিডিও। অনেকটা শখের বশে গানটি গাইলেও এর পেছনে ছিল তাঁর মহৎ একটি উদ্দেশ্য। প্রকাশনা অনুষ্ঠানে ফারিয়া জানিয়েছিলেন, ‘পটাকা’ থেকে আয়কৃত লাভের ১০ ভাগ দেবেন শিক্ষার্থীদের জন্য, একটি স্কুলের তহবিলের ফান্ডে। স্কুলের তহবিলে টাকা দিতে পেরে খুশি ফারিয়া।
ফারিয়া আরো বলেন ‘আমি সব সময়ই চাইতাম একটা স্কুলের সঙ্গে সম্পৃক্ত থাকার। আমি মনে করি, কোনো কাজ যদি একটা লক্ষ্য নিয়ে এগোনো হয়, ওটার একটা বরকত থাকে। তাই তো “পটাকা” গানের পরিকল্পনা করার সময়ই আমি মনে মনে এই পরিকল্পনাও করি।’
ফারিয়ার সঙ্গে যখন কথা হচ্ছিল তখনো তিনি রাইমনি গ্রাম ছেড়ে হবিগঞ্জের পথে। সেখানে চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পরিবেশনায় অংশ নিতে যাচ্ছেন। পথে যেতে যেতে বললেন, ‘আমার মনে হয়, এটা তাদের জন্য জরুরি ছিল। এটা তাদের বেশ কাজে আসবে বলেই আমার মনে হয়। সবচেয়ে বড় বিষয়, তাদের মুখে আজও আমি অন্য রকম হাসি দেখেছি। এটাই সবচেয়ে ভালো লাগার বিষয়।’
‘পটাকা’ গানের প্রকাশনা উৎসবে স্কুলটি প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘এটি আমাদের পারিবারিক স্কুলের মতো। এই গ্রামে কোনো স্কুল ছিল না। সেই অভাব থেকে চার বছর আগে এটির প্রতিষ্ঠা হয়।’
১৪ ডিসেম্বর ২০১২ সালে স্কুলটির উদ্বোধন হয়। ক্লাসের কার্যক্রম শুরু হয় ১ জানুয়ারি ২০১৩। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বর্তমানে স্কুলটিতে দুই শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। স্কুলের সহকারী প্রধান শিক্ষক ওমর ফারুক বলেন, ‘স্কুলের উন্নয়নে তিনি এই অর্থসহায়তা করেছেন। আমরা শিক্ষার্থীদের পেছনে তা ব্যয় করব।’
‘পটাকা’ গানটি গাওয়ার পাশাপাশি এটির ভিডিও পরিকল্পনা করেন ফারিয়া নিজেই। গানের ভিডিওটির কোরিওগ্রাফি ও পরিচালনায় আছেন ভারতের পরিচালক বাবা যাদব। এটি সিএমভি থেকে প্রকাশিত হয়।