এবার বিনামূল্যে আইফোন মেরামতের সুযোগ দেবে অ্যাপেল৷ শুধুমাত্র আইফোন ৮ হ্যান্ডসেট ব্যবহারকারীরাই সুবিধাটি পাবেন৷

গত বছর (২০১৭) সেপ্টেম্বর থেকে এ বছরের মার্চ পর্যন্ত বিক্রি হওয়া আইফোন ৮-এর “logic board” এ ছিল বেশ কিছু উৎপাদনজনিত ত্রুটি৷ যার জন্য সেটগুলিতে দেখা দিচ্ছে রিস্টার্ট এবং ফোন অন হওয়াজনিত বেশ কিছু সমস্যা৷

আইফোন ৮ এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল “logic board”৷ বিষয়টি নিয়ে আইফোন নির্মাণকর্তা একটি ট্যুইট করেন৷ তিনি লেখেন, ‘ত্রুটিপূর্ণ হ্যান্ডসেটগুলির সঠিক সংখ্যা এখনও পর্যন্ত নির্ধারণ করা যায়নি৷

তবে, “logic board” সমস্যাযুক্ত আইফোন ৮ সেটের সংখ্যা খুবই কম৷ ত্রুটিপূর্ণ সেটগুলি মূলত অস্ট্রেলিয়া, চীন, ভারত, হংকং, জাপান, নিউজিল্যান্ড, ইউএসেতে বিক্রি হয়েছে৷ যদি আপনার সেটটির (আইফোন ৮) একটি উপযুক্ত সিরিয়াল নম্বর থাকে তবে সেটটিকে বিনামূল্যে মেরামতির দায়িত্ব নেবে অ্যাপেল৷’

সংস্থা জানাচ্ছে, মেরামতের বাড়তি সুযোগ নিতে পারবেন না গ্রাহকরা৷ যদি আপনার সেটটিতে কোন হার্ডওয়ার জনিত সমস্যা থাকে (স্ক্রিন ভাঙা) তবে সেটিতে সারিয়ে নিয়েই “logic board” জন্য ফোনটিকে জমা করুন৷ পোস্টটি জানাচ্ছে, মেরামতের জন্য ফোন জমা করার আগে সেটটিতে পরীক্ষা করা হবে৷ যদি ফোনটি মেরামতের উপযুক্ত বলে বিবেচিত হয় তবেই তা সারানোর জন্য জমা নেওয়া হবে৷

Leave a Response