বিএনপি জেলে থাকা নেতাকর্মীদের সংখ্যা নিয়ে মিথ্যাচার করছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ছিলো ২০ হাজার এখন সেটা ৬০ লাখ হলো কী করে? ৬০ লাখ বন্দির তালিকা অবিলম্বে প্রকাশ করুক। না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে।

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, বিএনপির কাছে ইতিবাচক রাজনীতি আশা করা যায় না, তাদের লক্ষ্য স্বাধীনতাকে ধ্বংস করা।

বিএনপির সরকার পতনের আন্দোলন করার শক্তি ও সাহস নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণ বিএনপির আন্দোলনকে সমর্থন দেয়নি। তাই তারা বুঝে গেছে আন্দোলন করে লাভ নেই। এছাড়া তারা আন্দোলন করার সক্ষমতা রাখে না। জনগণ তাদের আন্দোলনে সম্পৃক্ত হয়নি। ভবিষ্যতেও হবে না। আন্দোলন করার শক্তি ও সাহস নেই বিএনপির।

যারা বাঙালি সংস্কৃতিকে অস্বীকার করে তারা বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

পয়লা বৈশাখ পালন নিয়ে বিতর্কের প্রসঙ্গ টেনে কাদের বাঙালির সংস্কৃতি বিরোধী প্রচারণার জন্য বিএনপির সমালোচনা করেন।

 

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাঙালিয়ানায় বিএনপি বিশ্বাস করেনা।

রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে নেয়া পদক্ষেপ চলমান থাকবে কি না, জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যতদিন জনগণের প্রয়োজন থাকবে- ততদিন জনস্বার্থে এই প্রোগ্রাম থাকবে।

Leave a Response