সৌদি আরবে যাওয়ার জন্য প্রতিদিন ৫ হাজার বাংলাদেশিকে ভিসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান।
মঙ্গলবার ঢাকায় সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ইসা বলেন, সৌদি আরবে প্রায় ২৮ লাখ বাংলাদেশি রয়েছেন। তাদের অনেক অবদান।
‘আমরা প্রতিদিন ৫ হাজার ভিসা দেই। এটি আমাদের ভিসা দেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ কোনো দেশ,’ বলেন তিনি। দেশটির রাষ্ট্রদূত।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বহুমুখী সম্পর্কের কথাও তুলে ধরেন দেশটির রাষ্ট্রদূত।
তিনি বলেন, এই বহুমুখী সম্পর্ক শুধু হজ ও ওমরাহর মধ্যেই সীমাবদ্ধ নয়। বাণিজ্য, কালচার, প্রতিরক্ষা সহযোগিতা, জনশক্তি ইত্যাদি খাতেও সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে।
এ সময় দুই দেশের মধ্যে নিরাপত্তা চুক্তি কথা তুলে ধরে ইসা বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সৌদির নিরাপত্তা সহযোগিতা চুক্তি হয়েছে।’
বাংলাদেশের যে কোনো নাগরিক পর্যটন ভিসাতে ওমরা করতে পারবেন বলে জানান সৌদি দূত।
তিনি আরও বলেন, কিং সালমান বাংলাদেশ সফর করবেন। তবে কবে তা নির্ধারিত হয়নি। তার এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সব সমস্যার সমাধান হবে।