বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধাজ্ঞাপন, প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, চুক্তি সইসহ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বাংলাদেশ সফরের কর্মসূচি ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবেন বলে নিশ্চিত করেছে ঢাকায় ফ্রান্সের দূতাবাস।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পৃথিবীর অন্যতম বড় অর্থনীতি ও প্রভাবশালী দেশ ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য। এমানুয়েল ম্যাক্রোঁর বাংলাদেশ সফর হবে গত ৩৩ বছরের মধ্যে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর।

এর আগে ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফর করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সফরে এসে ফ্রান্সের প্রেসিডেন্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি। ফরাসি প্রেসিডেন্টের সম্মানে দেয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভোজসভায় যোগ দেবেন এমানুয়েল ম্যাক্রোঁ।

দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হবে। এরপর একটি যৌথ প্রেস ব্রিফিংয়ে অংশ নেবেন তারা।

 

এর আগে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন, ফ্রান্সের সঙ্গে বিমান কেনাসহ মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠানোর সহযোগিতার বিষয়ে চুক্তি হতে পারে।

ফ্রান্স বাংলাদেশে স্যাটেলাইট কারখানা করতে চায় বলেও জানান মোমেন।

এছাড়া রোহিঙ্গা ইস্যু, নারীর ক্ষমতায়ন, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের সফরে আলোচনা হতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

 

সোমবার ঢাকার ফরাসি দূতাবাসের ভেরিফায়েড ফেইসবুক পেজে লেখা হয়েছে, ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ৯ থেকে ১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি যাবেন। তারপর তিনি ১০ সেপ্টেম্বর দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশে আসবেন।

এর আগে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় দ্বিপক্ষীয় ব্যবসা, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেয়া হয়। প্রধানমন্ত্রীর প্যারিস সফরে শীর্ষ নেতাদের বৈঠকের পর দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্রে সই করে।

Leave a Response