বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি-বাংলাক্রাফট ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত; বাংলাদেশের হস্তশিল্পের প্রতিনিধিত্বকারী একটি বাণিজ্যিক সংগঠন । ঐতিহ্যবাহী এই সংগঠনের দ্বি-বার্ষিকী নির্বাচন গত ১৭ই সেপ্টম্বর ২০২২ তারিখ শনিবার অত্যন্ত সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে ।
নির্বাচনে প্রতিবারের ন্যায় এবারও মোট ১৮জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে ।
নির্বাচন তফসিল অনুসারে আজ ১৮ই সেপ্টেম্বর ২০২২ তারিখে নির্বাচন কমিশনের উপস্থিতিতে ১৮জন কার্যনির্বাহী সদস্য তাদের ভোটের মাধ্যমে আগামী ২ বছরের জন্য বাংলা ক্রাফ্ট-এর ৪জন অফিস বেয়ারার নির্বাচিত করেন ।
সর্বাধিক ভোট পেয়ে যথাক্রমে- জনাব সেলিম উদ্দিন হায়দার সভাপতি, ফওজিয়া আমিন নীনা সিনিয়ার সহ-সভাপতি, মেজর কামরুল ইসলাম সহ-সভাপতি এবং মোঃ জুল হোসেন জনী-কোষাধ্যক্ষ নির্বাচিত হোন।