দ্য রক ওরফে ডোয়াইন জনসন গত এক বছরে আয় করেছেন ১১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত বছরের তুলনায় তাঁর আয় বেড়েছে প্রায় দ্বিগুণ। শীর্ষ রোজগেরে নায়কের তালিকায় তাঁকে নিয়ে গেছে তাঁর ‘জুমানজি’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘স্কাইস্ক্র্যাপার’, ‘বেওয়াচ’ এবং ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮’ ছবিগুলো।
সম্প্রতি শীর্ষ আয়ের তারকাদের নাম প্রকাশ করেছে ‘ফোর্বস’ ম্যাগাজিন। এ তালিকার শুরুতেই রয়েছে অভিনেতা জর্জ ক্লুনির নাম। ইতিমধ্যে খবর প্রকাশিত হয়েছে, ক্লুনির বার্ষিক আয় ২৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। আর গত সপ্তাহে জানা গেল, নারীদের মধ্যে রোজগারে শীর্ষে রয়েছেন অভিনেত্রী স্কারলেট জোহানসন। তাঁর বার্ষিক আয় সাড়ে চার কোটি মার্কিন ডলার। নারী-পুরুষের সম্মিলিত তালিকায় তিনি রয়েছেন সপ্তম অবস্থানে।
‘ফোর্বস’-এর গত বছরের তালিকা থেকে ছিটকে পড়েছেন অনেকেই। যেমন গত বছরের শীর্ষে থাকা অভিনয়শিল্পী এমা স্টোন এ বছর শীর্ষ দশের ভেতরে নেই।
সম্মিলিত তালিকায় শীর্ষ সাতে রয়েছেন অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওয়ার্থ, জ্যাকি চ্যান, উইল স্মিথ ও বলিউডের অক্ষয় কুমার। শীর্ষ দশে রয়েছেন অ্যাডাম স্যান্ডলার, ক্রিস ইভানস এবং বলিউডের সালমান খান।
এ বছরের তালিকায় আবারও ফিরে এসে ষষ্ঠ অবস্থানে রয়েছেন অভিনেতা উইল স্মিথ, যাঁর আয় ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। স্মিথকে এগিয়ে দিয়েছে তাঁর নেটফ্লিক্স ফিল্ম ‘ব্রাইট’ এবং আসছে বছরের কিছু ছবি।
ফোর্বস ম্যাগাজিনের দশ শীর্ষ আয়ের অভিনয়শিল্পী:
শীর্ষ আয়ের অভিনেতা ২০১৮
১. জর্জ ক্লুনি- ২৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার
২. ডোয়াইন জনসন- ১১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার
৩. রবার্ট ডাউনি জুনিয়র- ৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলার
৪. ক্রিস হেমসওয়ার্থ- ৬ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার
৫. জ্যাকি চ্যান- ৪ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার
৬. উইল স্মিথ- ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার
৭. অক্ষয় কুমার- ৪ কোটি ৫ লাখ মার্কিন ডলার
৮. অ্যাডাম স্যান্ডলার- ৩ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার
৯. ক্রিস ইভানস- ৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার
১০. সালমান খান- ৩ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার
বিশ্বের শীর্ষ আয়ের অভিনেত্রী ২০১৮
১. স্কারলেট জোহানসন- ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার
২. অ্যাঞ্জেলিনা জোলি- ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার
৩. জেনিফার অ্যানিস্টোন- ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার
৪. জেনিফার লরেন্স- ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার
৫. রিজ উইদারস্পুন- ১ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার
৬. মিলা কুনিস- ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার
৭. জুলিয়া রবার্টস- ১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার
৮. কেট ব্ল্যানচেট- ১ কোটি ২৫ লাখ মার্কিন ডলার
৯. মেলিসা ম্যাকার্থি- ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার
১০. গ্যাল গ্যাডট- ১ কোটি মার্কিন ডলার
সূত্র: বিবিসি