সেমিনারে বাংলাদেশের একজন প্রতিনিধি বলেন, ‘প্রতিবছর হাজার হাজার পর্যটক বাংলাদেশ থেকে ভারতে আসেন। এর অধিকাংশই আসেন চিকিৎসার জন্য। তাই আমরা চাই, ভিসাপ্রক্রিয়া আরও সহজ করা হোক।’

কলকাতায় আইসিসির নিজস্ব কার্যালয়ে বৃহস্পতিবার এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন আইসিসির সভাপতি প্রদীপ সুরেখা। আলোচনায় অংশ নেন পশ্চিমবঙ্গের সমবায়মন্ত্রী অরূপ রায়, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ানুর রহমান, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস প্রমুখ।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার বলেন, ‘উভয় দেশেরই শিল্পোন্নয়নের যথাযথ পরিবেশ ও সম্ভাবনা এবং বিনিয়োগের সুযোগ–সুবিধা রয়েছে। এই সুযোগ–সুবিধা আমাদের কাজে লাগিয়ে দুই দেশকেই এগোতে হবে।’

রিজওয়ানুর রহমান বলেন, ২০২০-২১ সালে আমাদের দুদেশের মধ্যে ৯৯০ কোটি মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে। আমাদের লক্ষ্য হবে, এই বাণিজ্যকে আরও বাড়ানো।

Leave a Response