ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং জেপি মরগান চেজ ব্যাংকের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসায়িক বৈঠক হয়েছে।
সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই বৈঠক হয় বলে ইসলামী ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল মওলা, জেপি মরগান চেজ ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাহরাইনের সিনিয়র কান্ট্রি অফিসার আলী মুসা এবং জেপি মরগান চেজ ব্যাংকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠান গ্রুপের প্রধান ক্রিস্টিন জাং ট্যান বৈঠকে ছিলেন।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও ওমর ফারুক খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান এবং জেপি মরগান চেজ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনস বাংলাদেশ-এর প্রধান সাজ্জাদ আনাম সভায় উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পারস্পরিক ব্যবসায়িক স্বার্থের জন্য উভয় পক্ষই ব্লকচেইন, পেমেন্ট উদ্ভাবন, ইএসজি ও ট্রেড ফাইন্যান্স সম্ভাবনার ক্ষেত্রে একসাথে কাজ করতে সম্মত হয়েছে। এ উপলক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা জেপি মরগান চেজ ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাহরাইনের সিনিয়র কান্ট্রি অফিসার আলী মুসার হাতে ক্রেস্ট প্রদান করেন।