মাল্টিপ্লেক্সেই ভরসা

২০০৪ সালের পরে একের পর এক নতুন সিনেপ্লেক্স বানিয়ে সুখবর দিচ্ছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। সম্প্রতি তারা সিনেপ্লেক্সের পঞ্চম শাখা হিসেবে ১২ মে থেকে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে চালু করেছে নতুন সিনেপ্লেক্স। ১৮৬ আসন নিয়ে চলছে এটি। বরাবরের মতো মনোরম পরিবেশ, আধুনিক প্রযুক্তিসংবলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা রয়েছে। শুধু তা–ই নয়, চট্টগ্রাম, বগুড়াসহ তিনটি বড় শহরে এ বছরই সিনেপ্লেক্স চালু হবে।

হলে সিনেমা চালাতে প্রযোজকদের গুনতে হয় বাড়তি অনেক টাকা। পাওয়া যায় না আর্থিক কোনো সঠিক হিসাব। বকেয়া অর্থ পাওয়ায় জটিলতা আছে। যে কারণে সিনেমার পরিচালক ও প্রযোজক এখন মাল্টিপ্লেক্সের ওপর বেশি নির্ভর হচ্ছেন। গত ৪ মার্চ মোশাররফ করিম ও পরীমনি অভিনীত সিনেমা মুখোশ মুক্তি পেয়েছিল।

এদিকে সিনেমা ও এর সঙ্গে জড়িত মানুষদের কথা ভেবে সরকারও সিনেপ্লেক্স নির্মাণের জন্য কাজ করছে। সরকার মনে করে, দেশে সিনেপ্লেক্স নির্মিত হলে দেশের অর্থনীতি চাঙা হবে। একই সঙ্গে মানুষের কর্মসংস্থান বাড়বে, বাড়বে সাংস্কৃতিক চর্চাও।

সূত্র: প্রথমআলো

Leave a Response