চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে আগের বছরের একই সময়ের চেয়ে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেডের। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ৭ পয়সা।

সোমবার (১৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগের কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয়। সেই সময়ে কোম্পানির ইপিএস ছিল ২ টাকা ২৫ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুন। সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ মে।

Leave a Response