সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। দেশটির দীর্ঘ সময়ের ডি-ফ্যাক্টো এই শাসক আজ শনিবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ানের মৃত্যুর এক দিন পরই তার স্থলাভিষিক্ত হলেন শেখ মোহাম্মদ। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এ কথা জানিয়েছে।
বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, ফেডারেল সুপ্রিম কাউন্সিল কর্তৃক প্রেসিডেন্ট নির্বাচিত হন শেখ মোহাম্মদ। ১৯৭১ সালে তাঁর বাবার প্রতিষ্ঠিত তেলসমৃদ্ধ দেশটির শাসক হলেন তিনি।
শেখ মোহাম্মদ ‘এমবিজেড’ হিসেবেও পরিচিত। ইউএই-এর সাতটি আমিরাতের (প্রদেশ) শাসকদের নিয়ে গঠিত ফেডারেল সুপ্রিম কাউন্সিলের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁর সৎভাই প্রেসিডেন্ট শেখ খলিফার মৃত্যুতে দেশটিতে রাষ্ট্রীয় শোক চলছে।
শেখ মোহাম্মদই নতুন প্রেসিডেন্ট হচ্ছেন আগে থেকেই তা ধারণা করা হচ্ছিল। শেখ খলিফার অসুস্থতার কারণে এক কোটি মানুষের মরুভূমির দেশটি কয়েক বছর ধরে কার্যত তিনিই শাসন করছিলেন। অবশেষে আনুষ্ঠানিকভাবে শাসক হিসেবে শেখ মোহাম্মদ দায়িত্ব নিলেন।