বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির দাবি যৌক্তিক। কিন্তু এর সমাধান দ্রুত সম্ভব নয়। পর্যায়ক্রমে সমস্যার সমস্যার সমাধান করা হবে। ইতিমধ্যে কিছু ব্যবস্থাও নেওয়া হয়েছে। তা ছাড়া বন্দরে আমদানি করা পণ্যের পরিমাণও বেড়েছে। আগে প্রতি মাসে গড়ে ৭০ হাজার টন আমদানি করা পণ্য খালাস হতো। তিন মাস ধরে প্রতি মাসে ১ লাখ ৫ হাজার টন পণ্য খালাস করা হচ্ছে। ১৬ মে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির কর্মকর্তাদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের একটি সভা হবে। আশা করছেন, সেখান থেকে কোনো সমাধান বেরিয়ে আসবে।