গোটা ভারতে তোলপাড় ফেলে দেওয়া ছবি ‘দ্য কাশ্মির ফাইলস’ নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর। দেশটি জানিয়েছে, এই ছবির কাহিনি ও দৃশ্য সম্প্রীতিকে আঘাত করে, সিঙ্গাপুরে তৈরি হতে পারে অশান্তি। সে কারণেই একে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটি।
অথচ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবিটি মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই বক্স অফিসকে একেবারে নিজের হাতের মুঠোয় করে নিয়েছিল। সমালোচকরাও প্রশংসা করেছিলেন। বিশেষ করে বিজেপি দল সরকারিভাবে এর পৃষ্ঠপোষকতা করেছে। সিনেমাটির পক্ষে কথা বলেছেন ভারতের খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জানা যায়, ১৯৯০ সালে ১ লাখেরও বেশি কাশ্মিরি পণ্ডিত তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। তাদের রাতারাতি গৃহহীন করা হয়েছিল।
অনুপম খের ছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমারের মতো তারকারা। ইতোমধ্যে তিনশ’ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ছবিটি।
সূত্র: হিন্দুস্তান টাইমস