সাকিবকে ঘিরে তৈরি হওয়া এমন পরিস্থিতিতে তাঁকে নিয়ে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল করুনারত্নেকেও। এর জবাবে তিনি বলেছেন, ‘সাকিবকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল অবশ্যই। সে সেরা অলরাউন্ডার। (তবে) আমরা নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করব। দেখা যাক কী হয়।’

আলোচনায় ব্যস্ত শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড, সহকারী কোচ নাভিদ নেওয়াজ, বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ ও প্রধান কোচ রাসেল ডমিঙ্গো

আলোচনায় ব্যস্ত শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড, সহকারী কোচ নাভিদ নেওয়াজ, বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ ও প্রধান কোচ রাসেল ডমিঙ্গো

শ্রীলঙ্কার এ সফরের শুরু থেকেই ঘুরেফিরে এসেছে দেশটির পরিস্থিতি। চরম রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাওয়া দেশটি ক্রিকেটে স্বস্তি খুঁজছে, সেটিও বোঝা গিয়েছিল আগেই। করুনারত্নে আবারও বললেন সেটি, ‘সবাই জানে কী ঘটছে। আমরা ক্রিকেট খেলতে এসেছি, সেটি নিয়েই ভাবনা। জনগণের জন্য শুধু একটা ভালো ফল নিয়ে যেতে পারি আমরা।’

Leave a Response