দোয়ারাবাজার (সুনামগঞ্জ)থেকে কামাল পারভেজ: ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেল দোয়ারাবাজারে ১২৫ টি গৃহহীন পরিবার। মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় দোয়ারাবাজারে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী’র জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করার পরই দোয়ারাবাজার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহের সভাপতিত্বে আশ্রয়ন প্রকল্প-২ এর ৩য় পর্যায়ে বরাদ্দকৃত ভূমিহীন ও গৃহহীন ১২৫ টি পরিবারকে জমির কাগজ পত্র ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভির আশরাফি চৌধুরী বাবু , উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বীরপ্রতীক, দোহালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, উপজেলা প্রকৌশলী মো. রাসেদর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা কৃষি অফিসার মহসিন খান,দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর, দোয়ারাবাজার প্রেসক্লাবের উপদেষ্টা বজলুর রহমান, সহ সভাপতি কামাল পারভেজ, সাধারণ সম্পাদক আশিক মিয়া, সাংগঠনিক সম্পাদক এম এ মুতালেব ভূইয়া, আশিষ রহমান, সুমন আহমেদ প্রমুখ।

Leave a Response