বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ব্যবস্থাপনার উপর ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় ( ১৯ এপ্রিল ২০২২ খ্রিঃ) বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে এ কর্মশালার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বিগত দুই বছর করোনা যুদ্ধ বাংলাদেশ সফলভাবে মোকাবিলা করেছে। বিশ্বের ৪২ টি দেশে ১ কোটি ২০ লক্ষের মত জনসংখ্যা আছে। করোনার সময় আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে এক দিনেই ১ কোটি ২০ লক্ষ মানুষকে টিকা দিয়ে রেকর্ড অর্জন করেছি। করোনা যুদ্ধে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদানকে সারাবিশ্ব কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে।
প্রশিক্ষণে অংশ নেয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, করোভাইরাস রোধ, প্রতিকার এবং চিকিৎসায় দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন পর্যায়ের স্টোকহোল্ডারা বিরল ভূমিকা পালন করেছেন। সর্বাগ্রে চিকিৎসক ও নার্সেরা করোনাভাইরাস রোগীদের সেবা দিয়েছে। করোনা মহামারীর সময়ে আইসিইউতে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অবস্মরণীয় অবদান রেখেছে। তাদের এ অবদানের কারণে অনেক মৃতপ্রায় রোগীর জীবন পেয়েছে।
কর্মশালার উদ্বোধনী দিনে বিশ্ববিদ্যালয়ের ডিন ও এনেসথেসিয়া বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বনিক, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মোঃ ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মোঃ রাসেল, এনেসথেসিয়া বিভাগের কনসালটেন্ড ডা. মোঃ আশরাফুজ্জামান সজিব প্রমুখসহ প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনদিন ব্যাপী এ কর্মশালায় দেশের বিভিন্ন হাসপাতালের আইসিইউতে কর্মরত এনেসথেসিওলজিস্টরা অংশগ্রহণ করছেন। এ কর্মশালা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।