দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে হাওর বাঁচাও আন্দোলনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সুরমা ইউনিয়নের টেংরাটিলা বাজারে হাওর বাঁচাও আন্দোলনের ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আশিস রহমানের উপস্থিতিতে তাজুল ইসলাম (টেংরাটিলা)-কে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন(আজবপুর) ও শাহ জামাল (নূরপুর)-কে যুগ্ম আহবায়ক এবং মিজানুর রহমান মিজান (শান্তিপুর)-কে সদস্য সচিব করে হাওর বাচাঁও আন্দোলনের ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সফিকুল ইসলাম সবিল (আজবপুর), প্রভাষক জামাল উদ্দিন (আলীপুর), কবির আহমদ (ভুজনা), ফিরুজ মিয়া (শরীফপুর), শাখাওয়াত হোসেন রুবেল (আজবপুর), সিরাজুল ইসলাম শিপন (আজবপুর), জসিমউদ্দিন (গিরিশনগর), মোঃ আব্দুস সামাদ (টেংরাটিলা), মোঃ লায়েক মিয়া (নূরপুর), আবু সাঈদ (টেংরাটিলা), এখলাছ মিয়া (টিলাগাঁও), ফরিদ মিয়া (কদমতলী), আফাজ উদ্দিন (কালিকাপুর), সুরুজ আলী (টিলাগাঁও), আরব আলী (টিলাগাঁও), ইয়াকুব আলী (টিলাগাঁও), জসিমউদ্দিন (শান্তিপুর), নোয়াব আলী নবাব (আজবপুর), কামরুল ইসলাম (বরকতনগর), নুরুল হক (রাজনগর), আলী হোসেন (বৈঠাখাই), মনির হোসেন মাস্টার (টেংরাটিলা)।