দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলের শেষদিনে ৪ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সোমবার উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের মনোনীত একজন, জাতীয় পার্টির মনোনীত একজন, আ’লীগের বিদ্রোহী একজন এবং স্বতন্ত্র  একজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।    

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার শেষদিনে বিকাল ৫ টা পর্যন্ত নির্বাচন অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ নেতা রোটারিয়ান মো. নুরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির নেতা আবু সালেহ, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী দোয়ারাবাজার সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ বারী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু মনোনয়ন জমা করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উৎসব-মুখর পরিবেশে উপজেলা সদরে আওয়ামীলীগ, জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ  ও স্ব স্ব প্রার্থীর কর্মী-সমর্থকদের  উপস্থিতিতে থেকে মনোনয়ন পত্র দাখিল করা হয়। 

এদিকে মনোনয়নপত্র জমা করার পর আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম এর সমর্থনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নুরুল আমিন এর পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে উপজেলা ব্যাপি কাজ করার পরামর্শ গ্রহণ করা হয়। 

এ-সময় বক্তব্য রাখেন, সুরমা ইউপি চেয়ারম্যান এম এ হালিম বীরপ্রতীক,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আবদুল খালেক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি শফিকুল ইসলাম, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ, উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল মিয়া প্রমুখ।

Leave a Response