নিজস্ব প্রতিবেদক: বাবা মোজাফফর আলী খান ছিলেন রেলওয়ের এক কেরানি। চরম অভাব ও দারিদ্র্যতার সঙ্গে ছিল নিত্য বসবাস। নুন আনতে পান্তা ফুরনোর সংসারে শৈশব থেকেই বাউন্ডুলে জীবন ছিল শহীদ উদ্দিন খানের। এ দু:খে কেঁদেছেন তাঁর বাবা। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হলে আশার সঞ্চার হয় বাবার মনে। কিন্তু ‘কয়লা ধুলে ময়লা যায় না’ স্বভাবের বহুমাত্রিক প্রতারক কর্নেল শহীদ উদ্দিন খান। ক্ষমতার অপব্যবহার ও নৈতিক স্খলনের দায়ে কোর্ট মার্শাল বা সামরিক আদালতের বিচারে বরখাস্ত হলেন। বলা চলে, ভয়াবহ প্রতারণার সব কৌশলই রপ্ত করেন ধুরন্ধর স্বভাবের বরখাস্তকৃত এ সেনা কর্মকর্তা।

আর এরই মাধ্যমে অবৈধ পথে জাল-জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেন।নিজের ভাই-বোন থেকে শুরু করে কেউ ছাড় পায়নি তাঁর প্রতারণার কবল থেকে। অস্ত্র ব্যবসা ও জঙ্গিবাদ সংক্রান্ত একটি মামলায় ৫ বছরের সাজা মাথায় নিয়েই যুক্তরাজ্যে গোল্ডেন ভিসায় বসবাসরত কর্নেল (অব:) শহীদ ফেসবুক এবং ইউটিউবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারেক সিদ্দিকীকে নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছেন।পিইএচডি’র অজুহাতে যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছেন। কিন্তু বহু সহজ-সরল মানুষকে নিজের প্রতারণার জালে বন্দি করে কামানো কোটি কোটি টাকা দুবাই, ইউরোপ, পাকিস্তান ও পর্তুগালে পাচার করেছেন। সামনে ভোটে দাঁড়ানোর আশায় একটি পার্সেন্টিজ দিয়েছেন বিএনপি’র দন্ডিত, দুর্নীতির বরপুত্র তারেক জিয়াকে। চাঞ্চল্যকর এমন খবরই ঘুরপাক খাচ্ছে দেশ ছাপিয়ে বিদেশেও।

Leave a Response