বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ হয়ে গেল জাতীয় সামার অ্যাথলেটিকস। দ্বিতীয়বারের মতো দেশের দ্রুততম মানব হয়েছেন হাসান মিয়া। আর শিরিন আক্তার টানা ৯ বার দ্রুততম মানবী হয়েছেন।

জাতীয় অ্যাথলেটিকসে সামার মিটে দ্রুততম মানব হয়েছেন হাসান মিয়া। ইলেকট্রনিকস টাইমিংয়ে ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে নতুন দ্রুততম মানব হয়েছেন সেনাবাহিনীর এই অ্যাথলেট। আর
১২.২০ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন পুরোনো মুখ শিরিন আক্তার। সব মিলিয়ে টানা ৯ বারের দ্রুততম মানবী শিরিন জাতীয় অ্যাথলেটিকসে পঞ্চম ও সামারে জিতলেন চতুর্থ সোনা।

ছেলেদের ১০০ মিটার ইভেন্টে ১০.৬৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল। ব্রোঞ্জ জেতা সেনাবাহিনীর রাকিবুল ইসলামের টাইমিং ১০.৭৫ সেকেন্ড। আর মেয়েদের ইভেন্টে শিরিনের পেছনে থেকে রুপা ও ব্রোঞ্জ জিতেছেন সোহাগী আক্তার ও শরীফা খাতুন। ১২.৪৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জেতেন নৌবাহিনীর সোহাগী ও সেনাবাহিনীর শরীফা খাতুন ব্রোঞ্জ জিতেছেন ১২.৪৮ সেকেন্ডে।

Leave a Response