জীবনের চড়াই-উৎরাইয়ের গল্প শোনাতে টেলিভিশন অনুষ্ঠানে হাজির হচ্ছেন পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও টালিগঞ্জের অভিনেত্রী মিমি চক্রবর্তী।
নারীদের নিয়ে জি-বাংলার অনুষ্ঠান ‘একাই একশো’র বিশেষ পর্বে তিনি থাকবেন বলে জানিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেস।
শো’তে উপস্থিত নানা পেশাজীবির নারীদের সঙ্গে নিজের জীবনের অভিজ্ঞতা ভাগ করবেন পশ্চিমববঙ্গের যাদবপুরের এমপি মিমি। ছোটপর্দায় অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি; পরে পরে বড়পর্দার ব্যস্ততায় ছোটপর্দায় নিয়মিত দেখা যায়নি তাকে।
৪ অগাস্ট থেকে জি বাংলায় অনুষ্ঠানটির প্রচার শুরুর পর দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছেন। এর আগের পর্বগুলোতে নারী ট্যাক্সি চালক, সংশোধনাগারের শিক্ষিকা নিজেদের জীবনের গল্প শুনিয়েছেন। এবারের পর্বে মিমির গল্প শুনবেন দর্শকরা।
চলতি বছর ভারতের লোকসভা নির্বাচনের প্রচারের ব্যস্ততায় নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তাকে; বিজয়ী হওয়ার পরও রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় কাটছে তার।
এর মাঝে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান গুছিয়ে আনছেন; ঘোষণা দেবেন নতুন চলচ্চিত্রের।